রায়গঞ্জ, ২ আগস্ট : পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের৷ রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাঙাল বাড়ির নূরপুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় মানিক দে নামে এক যুবকের৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি রায়গঞ্জের বোগ্রামে। কিছুদিন আগেই চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পেয়েছিলেন তিনি। এদিন রাতে হেমতাবাদ থানার কলোনীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। সেই সময় রাত ৯ টা নাগাদ কিছু জিনিস কিনতে বাইক নিয়ে বাঙালবাড়ি এলাকায় যান৷ কিন্তু রাত ১ টা বেজে গেলেও শ্বশুরবাড়ি না ফেরায় দুশ্চিন্তা গ্রাস করে স্ত্রী সহ পরিবারের সদস্যদের। এরপর অধিক রাতে খুঁজতে বের হলে নূরপুর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঙালবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে নিয়ে আসা হলে মৃত্যু হয় মানিক দে’-র। এদিকে রায়গঞ্জ থানার মহারাজা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক কাঠমিস্ত্রির। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামনরেশ মাহাতো। তাঁর বাড়ি আধিয়ার এলাকায়। রাতে মহারাজা হাট থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় শনি মন্দিরের কাছে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার দুটি মৃতদেহের ময়না তদন্ত হয় মর্গে।