
মালদা, ২০ জুন : এক যুবকের শ্বাসনালি কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ালো মালদার বামনগোলা ব্লকের গুয়াপারা এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কনক দাস। তার বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের গুয়াপারা গ্রামে।
সে পেশায় একজন দিনমজুর। পরিবারসুত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই যুবক বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বহুক্ষণ কেটে গেলেও ফিরে না আসায় তার খোঁজ শুরু করে পরিবারের
সদস্যরা। রবিবার সকালে গ্রামের কিছু কৃষক মাঠে কাজ করতে গেলে তার দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যরা।সুজয় দাস নামে তার এক আত্মীয় জানিয়েছেন, শনিবার কাজ করে বাড়ি ফিরে আসে সে। এরপরেই বন্ধুদের সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু আর রাতে ফেরেনি সে। চতুর্দিকে খোঁজ চালানো হলেও কোন হদিশ মেলেনি। এরপরেই রবিবার সকালে তার দেহ উদ্ধারের খবর পান গ্রামবাসীরা। যদিও কি কারণে তাকে নৃশংসভাবে খুন করা হল তা নিয়ে ধন্দে পড়েছেন তারা।খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায়। যদিও কি কারণে তাকে খুন করা হয়েছে তা নিয়ে সন্দিহান পুলিশ ও পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ
