লোকসভা ও বিধানসভায় বামেরা শূন্য হলেও রাস্তায় রয়েছে একমাত্র ডিওয়াইএফআই, মন্তব্য সায়নদীপের

লোকসভা ও বিধানসভায় বামেরা শূন্য হলেও রাস্তায় রয়েছে একমাত্র ডিওয়াইএফআই, মন্তব্য সায়নদীপের

রায়গঞ্জ, ৩১ আগস্ট : আগামী ২ রা অক্টোবর সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ১৯ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে৷ রায়গঞ্জ বিধানমঞ্চে আয়োজন করা হচ্ছে এই রাজ্য সম্মেলনের।

ওইদিন বেলা দুটোয় রেলরোডে সমাবেশের আয়োজন করা হবে৷ পাশাপাশি ২ থেকে ৪ ঠা অক্টোবর পর্যন্ত এই রাজ্য সম্মেলন চলবে৷ মঙ্গলবার রাজ্য সম্মেলন নিয়ে রায়গঞ্জের বিবিডি মোড় সংলগ্ন দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। তিনি বলেন, অতীতে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন হয় নি উত্তরবঙ্গে। সেকারণে এবারে রায়গঞ্জে রাজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রায় ৪৫০ জনের অধিক প্রতিনিধি অংশ নেবেন সম্মেলনে। বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ সহ রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও নীতি নিয়ে সম্মেলনে প্রতিবাদের ঢেউ উঠবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নিয়ে এদিন কেন্দ্রের কড়া সমালোচনা করেন সায়নদীপ। তিনি বলেন, সরকারকে ফেলে দিতে না পারলে দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। রাজ্য সরকারের ব্যাপারে তিনি বলেন, রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ভাল কাজ হলে প্রশংসা করব৷ খারাপ হলে রাস্তায় নামব। এরাজ্যে বেকারদের কাজ নেই। চাকরি নেই। এসব দাবি নিয়ে আমরা আন্দোলনে নামব। আমরা লোকসভায় নেই, বিধানসভাতেও নেই ঠিকই কিন্তু রাস্তায় আমরা রয়েছি। বামপন্থীরা রাস্তায় পাহাড়াদারের ভূমিকায় আছে।

Next Post

জেলা তৃণমূল সভাপতিকে পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দিল রাজ্য নেতৃত্ব 

Tue Aug 31 , 2021
ইসলামপুর, ৩১ আগস্ট : তৃণমূল কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নীতির অনুযায়ী এবারে পুর প্রশাসকের পদ খোয়ালেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ্য দীর্ঘদিন ধরে তিনি ইসলামপুর পুরসভার চেয়ারম্যান ও সম্প্রতি পুর প্রশাসকের দায়িত্ব সামলে আসছিলেন। কিন্তু তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফেরার পর দলে এক ব্যক্তি এক […]

আপনার পছন্দের সংবাদ