রায়গঞ্জ, ১২ আগস্ট : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কাশীবাটির রায়পুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই নাবালিকার নাম রত্না বর্মন(১১)।
সে কাশিবাটি হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। বুধবার দুপুরে ঠাকুমার সঙ্গে বাড়ির কাছেই একটি মাঠে খড়ি কুঁড়োতে গিয়েছিল। সেই সময় মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এরপর তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রায় একমাস ধরে ওই বিদ্যুতের তার ছিঁড়ে মাঠে পড়েছিল। তারটিকে মাঠ থেকে সরানো হয় নি। খড়ি কুড়োতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোরী। অবিলম্বে এব্যাপারে মৃত কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বৃহস্পতিবার মৃতদেহটির ময়না তদন্ত হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।