শান্তনু চট্টোপাধ্যায় : কোনো বহুতল,মার্কেট বা যেকোনো জায়গায় আগুন লাগলে প্রথম মাথায় আসে ফায়ার ব্রিগেডের নাম। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিভিয়ে বহু মানুষের প্রানরক্ষা করেন। আমরা সবাই ফায়ার ব্রিগেড এর নাম জানি কিন্তু কখনো মনে হয়েছে কি ফায়ার ব্রিগেড এর বাংলা নাম কেন দমকল। বাংলা তর্জমা করলে তো আগুন বাহিনী নাম হওয়া উচিত ছিল।
প্রায় ১৫০বছর আগে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিলো না। মোবাইল বা টেলিফোনের গল্পই নেই। তখন রাস্তার মোড়ে মোড়ে একটি আলমারির মতই জিনিস যার পার্শ্ববর্তী অঞ্চল গুলো কাঁচ দিয়ে ঘেরা থাকতো।তার মধ্যে থাকতো একটি কল। এলাকায় কোথাও আগুন লাগলে ওই কলটি ৭-৮বার পাম্প করলে নিকটবর্তী ফায়ার স্টেশন এ খবর পৌঁছে যেতো। ফায়ার ব্রিগেড কর্মীরা সেই সংকেতের মাধ্যমে বুঝতো কোথায় আগুন লেগেছে। তখন তারা ঘোড়ার গাড়ি করে জল বোঝাই করে এনে আগুন নেভাতো।
কল এ দম দিয়ে আগুন লাগার খবর ফায়ার স্টেশন এ জানানো হতো বলে এর নাম দমকল। আজও সেই নামই প্রচলিত রয়েছে।