
নিউজ ডেস্ক,৬ ফেব্রুয়ারিঃ ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোডে দেহশ্রী মোড় সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে রায়গঞ্জ দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে। আগুনের ভয়াবহ গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি কাপড়ের দোকানই।
রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড় সংলগ্ন এলাকায় বহু পুরোনো নামকরা দুটি কাপড়ের দোকান বিষ্ণু ক্লথ স্টোর্স এবং বিজয় ক্লথ স্টোর্স। বিভিন্ন নামীদামী কোম্পানীর শুটিং শার্টিংয়ের কাপড়, শাড়ি সহ লেপ কম্বল বালিশের দোকান এটি। দুটি দোকানেই মজুত রয়েছে বিপুল পরিমানে তুলো ও কাপড়। সোমবার সকাল ১০ টা নাগাদ আচমকাই দোকানে আগুন দেখতে পান কর্মীরা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে দুটি দোকানকেই। আশপাশে আরও অনেক দোকান, হোটেল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রায়গঞ্জের দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে।
