পণ্যবাহী লরিতে আগুন, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

ডালখোলা, ৯ আগস্ট : জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার মিঠাপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা যায়, এদিন সন্ধ্যায় হঠাৎই একটি পণ্যবাহী লরিতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডালখোলা থানাতে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভষ্মিভূত হয়ে গিয়েছে লরিতে থাকা গমের অনেকাংশই। যদিও গাড়িতে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান দমকল কর্মীদের। এঘটনার প্রত্যক্ষদর্শী রিষভ সিং জানিয়েছেন, সন্ধ্যা সাতটা নাগাদ ডালখোলার মিঠাপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গম বোঝাই লরিতে হঠাৎই আগুন দেখতে পান তিনি। আগুন লাগার ঘটনার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে গাড়ির কেবিনে। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় ডালখোলা দমকল কেন্দ্রে। খবর দেওয়া হয় ডালখোলা থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডালখোলা থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার ঘটনায় লরি ও লরিতে থাকা গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সঠিক কি কারণে লরিটিতে আগুন লাগে তা এখনো স্পষ্ট ভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের অনুমান গাড়িতে শর্টসার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Next Post

জাল আধার কার্ড তৈরির চক্রের তিন পাণ্ডা গ্রেফতার

Mon Aug 9 , 2021
বংশীহারি, ৯ আগস্ট : নকল আধার কার্ড তৈরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো তিন যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার গাংগুরিয়া এলাকায়। জানা গেছে রবিবার রাতে বংশীহারী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিশা এলাকায় অভিযান চালায়। ল্যাপটপ, প্রিন্টার স্ক্যানার সহ তিন যুবককে আটক […]

আপনার পছন্দের সংবাদ