নিউজ ডেস্ক, ৯ জুলাই : বাংলাদেশে ফলের রস তৈরির কারখানায় আগুন লেগে অন্ততপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওই কারখানার বহুতলে আগুন লেগে যায়। সূত্রের খবর, সাজেন ফ্রুট জুস তৈরির এই কারখানাটি হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার আগুন লাগার পর শুক্রবার দুপুর পর্যন্ত সেখান থেকে ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দমকল সূত্রে খবর, ছ’তলা বিশিষ্ট ওই কারখানাটিতে প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে পঞ্চাশেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে বলে আশঙ্কা করছেন তারা। পাশাপাশি কারখানাটির ভিতরে প্রচুর প্লাস্টিকের বোতল, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য দাহ্য বস্তু মজুত করা ছিল। তার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কোথা থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। মর্মান্তিক এই ঘটনার পর ওই কারখানার সামনে ভিড় করেন মৃতদের আত্মীয় স্বজনেরা। এমনকি উদ্বিগ্ন মানুষজনও। তবে কিভাবে এবং কোথা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ঘটনা খতিয়ে দেখছে দমকল।