ইটাহার , ১৭ আগস্ট : জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কাঁপাশিয়া অঞ্চলের বীরনগর বজকা পাড়া গ্রামে। অগ্নিকান্ডের জেরে বাড়িতে থাকা তিনটি গরু সহ একাধিক গবাদিপশু মৃত্যু হয় এবং দুই জন গুরুতর আহত হন।
জানা গিয়েছে, সোমবার রাতে বীরনগর বজকা পাড়া গ্রামের বাসিন্দা সবিজ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী ফাতেমা বিবি তাঁর ছেলে, বউমা, নাতি নাতনী পৃথক দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন। এরপর গভীর রাতে অগ্নিকান্ডের জেরে তাদের ঘুম ভেঙ্গে গেলে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ঘরের বাইরে বেরোতে গেলে কেও বা কারা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন সবিজ উদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা। এরপর প্রতিবেশীরা ছুটে আসে এবং তাদের তৎপরতায় কোনো রকমে ঘরের দরজা ভেঙ্গে ওই পরিবারটি ঘর থেকে বেড়িয়ে এসে প্রাণে বাঁচে। সবিজ উদ্দিন আহমেদের স্ত্রী ফতেমা বিবি জানান, পাশ্ববর্তী জামালপুর গ্রামের আত্মীয় মিনাজ আলি ও বাহাদুর আলির সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। তারাই সোমবার রাতে বাড়ীতে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ক্ষতিগ্রস্থ পরিবারটি মিনাজ আলি ও বাহাদুর আলির বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে এদিন সকালে ক্ষতিগ্রস্থ পরিবারটির সাথে দেখা করার পাশাপাশি পলিথিন সহ অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করেন এবং আগামীতে সবরকম সহযোগীতার আশ্বাস দেন অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি হুসেন আলি।