নিউজ ডেস্ক, ২০ জুলাই : বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মঙ্গলবার সকাল ১১:৪৫টা নাগাদ মহেশতলার পালান ইন্ডাস্ট্রি নামক একটি শিল্প তালুকের কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
গোডাউনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। তবে অগ্নিকাণ্ডের জেরে প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কারখানাটির চার কর্মী।স্থানীয় সুত্রে জানা যায়, বেলা পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। সেইসময় স্যানিটাইজার তৈরির ওই কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। আহত শ্রমিকদের উদ্ধার করে আশেপাশের কারখানার শ্রমিকরাই নিয়ে যান বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে।এলাকাটি শিল্পতালুক হওয়ায় আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানায় দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান।কারখানাটিতে রাসায়নিক এবং তেল মজুত ছিল। তার জেরেই আগুন দ্রুত ভয়ঙ্কর রূপ ধারণ করে বলে মনে করা হচ্ছে৷ আগুন ছড়িয়ে পড়ে পাশের দু’টি কারখানাতেও। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আরও খবর পড়ুন : কংগ্রেসের বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য