নিউজ ডেস্ক,২৫ই নভেম্বের:ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় জমিদার পাড়ার একটি সম্পূর্ণ বাড়ি। বৃহস্পতিবার রাতে আচমকাই আগুন লেগে যায় জমিদার পাড়ার হারাধন ঘোষের বাড়িতে। আগুনের খবর পেয়ে এলাকায় পৌঁছালেও রাস্তা সংকীর্ণ থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। পরে স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ওই বাড়িতে।
Next Post
বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের
Sat Nov 26 , 2022
নিউজ ডেস্ক,২৬ইনভেম্বেরঃ বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত হয়েছে ১৫ জন। শুক্রবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহামায়া মন্দির এলাকায়।জানা গিয়েছে, মৃত দু’জনের নাম অসীম কর্মকার ও ছবি কর্মকার। এরা সম্পর্কে ভাই ও দিদি। এরা দুজনেই হবিবপুর থানার আইহো নামোটোলা এলাকার বাসিন্দা। এদিন রাতে পুরাতন মালদার […]
