নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : ছাগলের জমির ফসল খেয়ে নেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা। ২ পক্ষের সংঘর্ষে আহত হল ২ জন। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জে। আক্রান্তদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বছর ঘুরতেই বেহাল নবনির্মিত রাস্তা, রাস্তা নিয়ে ক্ষোভ জনমানসে
জানা গিয়েছে সুভাষগঞ্জে জমিতে ভুট্টা লাগিয়েছেন হাটমুনির বাসিন্দা জগন্নাথ দেবশর্মারা। সেখানে প্রায়ই পাশের বাড়ির ছাগল জমিতে এসে ফসল খেয়ে যাচ্ছে। বার বার বলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এরপর জমির মালিকরা একটি ছাগল তুলে নিয়ে যাওয়ায় ছাগল মালিক রবি ভৌমিক ও তার পরিবার জগন্নাথদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এ বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তারা। যদিও এক্ষেত্রে অপরপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন
রায়গঞ্জ পলিটেকনিক কলেজ পরিদর্শনে এলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। বুধবার দুপুরে তিনি কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হন। পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি তিনি কথা বলেন কলেজ কর্তৃপক্ষের সাথে।
কলেজের ওয়ার্কশপ ও পরিদর্শন করেন জেলাশাসক। তার সাথে উপস্থিত ছিলেন মহকুমাশাসক কিংশুক মাইতি, অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, এটি সম্পূর্নই রুটিন ভিজিট। কলেজের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। ভবনের কিছু অংশ সংস্কারের প্রয়োজন। এদিন পড়ুয়াদের সাথেও কথা বলেন তিনি।
আরও পড়ুন
শতাব্দী প্রাচীন গ্রন্থাগারে দুঃসাহসিক চুরি।ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের কলিগ্রাম গ্রন্থাগারে।রাতের অন্ধকারে জানালার শিখ কেটে চুরি গেল দুটি কম্পিউটার সহ একাধিক বই। সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর মুরলী পত্রিকার পুঁথি ও পান্ডুলপি চুরি যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।
দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী,এলাকায় চাঞ্চল্য
বুধবার ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। উল্লেখ্য শতাব্দী প্রাচীন এই গ্রন্থাগারে রয়েছে বহু মূল্যবান গ্রন্থ এবং পুঁথি। একসময় এলাকার বইপ্রেমীদের ভিড়ে গমগম করত এই গ্রন্থাগার। কিন্তু এখন সেখানে ঝুলছে তালা।
নেই গ্রন্থাগারিক। দীর্ঘ দুই বছর ধরে নিয়মিতভাবে খোলা হয় না গ্রন্থাগার। সপ্তাহে শুধু মঙ্গলবার গ্রন্থাগারের চতুর্থশ্রেণিরএকজন কর্মী এসে কিছুক্ষণের জন্য খোলেন।এনিয় স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার সাহিত্যপ্রেমীদের মধ্যে।
বাইট- এলাকাবাসী।