নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের।তুমুল বাক বিতন্ডার মাঝে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে স্বামী।ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।ঘটনাস্থলে হানা দিয়ে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরপুকুর দক্ষিন চট্টা এলাকায়। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ।
জানা গিয়েছে,অনুপ কাঞ্জি নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল বজবজ থানার বেতেবাড়ি এলালার বাসিন্দা নিলিমা ওরফে শম্পা কাঞ্জির সঙ্গে।কিন্তু সেই বৈবাহিক সম্পর্ক বেশীদিন স্হায়ী হয় নি।কারখানায় কাজের সুবাদে শম্পা কাঞ্জির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাপী মোল্লা নামে একজনের সঙ্গে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী
প্রেমের সম্পর্ক রূপ পায় বৈবাহিক সম্পর্কে।এরপর শম্পা কাঞ্জি তার প্রথম স্বামীকে ছেড়ে বাপী মোল্লার সঙ্গে ঠাকুরপুকুর মহেশতলা দক্ষিণ চট্টা এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করে শম্পা কাঞ্জি।বুধবার সকালে বাপী মোল্লার সঙ্গে শম্পার বচসা বাধে।তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে পরে দুজনে।এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এলাকার বাসিন্দারা।
রাজ্য পর্যায়ে স্কুল গেমসে জয়কয়কার উত্তর দিনাজপুরের
গায়েনের পোলের কাছে রাস্তার উপর বাপী মোল্লাকে রক্তাক্ত অবস্থায় ছটপট করতে দেখে স্থানীয়রা। স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলাকালীন স্বামী বাপী মোল্লার গোপন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় তার স্ত্রী শম্পা কাঞ্জি। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পরে চাঞ্চল্য।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিতলা আশুতি থানার পুলিশ।পুলিশ পৌঁছে আহত বাপী মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই ভাড়া বাড়িতে তালা মেরে শম্পা কান্ঞ্জিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।