বছর ঘুরতেই বেহাল নবনির্মিত রাস্তা, রাস্তা নিয়ে ক্ষোভ জনমানসে

বছর ঘুরতেই বেহাল নবনির্মিত রাস্তা, রাস্তা নিয়ে ক্ষোভ জনমানসে

নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : নির্মাণের দেড় বছরের মধ্যেই বেহাল অবস্থা রাস্তার। বেহাল রাস্তায় চলছে ঝুঁকির যাতায়াত। দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত। এই রাস্তা নিয়ে ডালখোলায় ক্ষোভ বাড়ছে জনমানসে। রাস্তার এই বেহাল দশার কথা স্বীকার করে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি পঞ্চায়েত কর্তৃপক্ষের। যদিও গোটা বিষয়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।

দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী,এলাকায় চাঞ্চল্য

রাস্তার নির্মাণ হয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু নির্মাণের দেড় বছরের মধ্যেই বেহাল অবস্থা রাস্তার। বেহাল রাস্তায় চলছে নিত্যদিন চলছে ঝুঁকির যাতায়াত। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। এই রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে জনমানসে। জানা গিয়েছে, আনুমানিক এক কোটি টাকা বরাদ্দকৃত অর্থে ডালখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হাটবাড়ি ব্রিজ থেকে হাসান পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার রাস্তা পুনর্নির্মানের কাজ করা হয়। কাজের বরাত দেওয়া হয় রায়গঞ্জের একটি ঠিকাদারি সংস্থাকে।

রাজ্য পর্যায়ে স্কুল গেমসে জয়কয়কার উত্তর দিনাজপুরের

কিন্তু নির্মাণের পর বছর ঘুরতে না ঘুরতেই কঙ্কালসার চেহারা নেয় এই রাস্তাটি। রাস্তার এমন বেহাল দশায় রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে তুলে সরব হয়েছেন স্থানীয়রাও। ডালখোলা শহর থেকে নিচিতপুর, শিকারপুর, আব্দুলপুর, হাসান, সূর্যাপুর সহ বিভিন্ন এলাকার বহু মানুষ নিত্যদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এমনকি জাতীয় সড়ক ব্যবহার না করে কানকি, সূর্যাপুর, চাকুলিয়া সহ একাধিক এলাকায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়।

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৭ জন বাংলাদেশী

তার নিরিখে এই রাস্তার গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমানে এই রাস্তার হাল এতটাই বেহাল যে রাস্তা দিয়ে চলাচলকারীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। অবিলম্বে এই বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা অপরদিকে গোটা বিষয়কে তীব্র কটাক্ষ করেছে পঞ্চায়েতের বিজেপি সদস্য দীপঙ্কর বিশ্বাস।যদিও এই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন ডালখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রার্থনা বড়ই বিশ্বাস।

Next Post

গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষ, আহত ২

Wed Nov 22 , 2023
নিউজ ডেস্ক , ২২ নভেম্বর : ছাগলের জমির ফসল খেয়ে নেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা। ২ পক্ষের সংঘর্ষে আহত হল ২ জন। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জে। আক্রান্তদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বছর ঘুরতেই বেহাল নবনির্মিত রাস্তা, রাস্তা নিয়ে ক্ষোভ জনমানসে জানা গিয়েছে সুভাষগঞ্জে জমিতে […]

আপনার পছন্দের সংবাদ