মালদার অতিরিক্ত জেলাশাসকের ওপর অ্যাসিড হামলা

মালদার অতিরিক্ত জেলাশাসকের ওপর অ্যাসিড হামলা

নিউজ ডেস্ক, মালদা : মালদার অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহার চেম্বারে ঢুকে তার ওপর আসিড নিয়ে হামলা চালালো এক পঞ্চায়েত কর্মী। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অতিরিক্ত জেলা শাসক। শুক্রবার সন্ধায় এমনই ঘটনায় আলোড়ন ছড়ায় মালদা জেলা পরিষদে।

অভিযুক্ত ওই পঞ্চায়েত কর্মীর নাম মিতা মুখার্জী। সে কালিয়াচক ৩নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে কর্মরত। বেশ কিছুদিন আগে বদলির আবেদন করেন। এই নিয়ে মিতা দেবী মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার সন্ধায় অতিরিক্ত জেলা শাসক নিজের চেম্বারে বসে ছিলেন। সেই সময় তার ওপর এসিড হামলা চালায় মিতা দেবী। যদিও গায়ে অ্যাসিড লাগেনি। এরপর সেখান থেকে অভিযুক্ত ওই কর্মী পালিয়ে যায়।

মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা জানান, এদিন দপ্তরের কাজ কর্ম করার সময় হঠাৎই এক মহিলা দরজা খুলে তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময় অন্যান্য স্টাফরা ছুটে এসে তাকে ধরতে গেলে এসিড এর বোতল বের করে তার ওপর ছুঁড়ে দেয়।যদিও তার গায়ে লাগেনি। সেই এসিডের বোতল পড়ে যায় মাটিতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Next Post

গুঞ্জন সাক্সেনাঃ দেশপ্রেম টা কাজে নিষ্ঠায়, আর পতাকা টা বুকে

Sat Aug 15 , 2020
কৃত্তিকা, এইবারে তোমাকে কেউ কলেজে পতাকা তুলতে ডাকছে না| এই ১৫ অগস্ট তাই তোমার কোন কাজ নেই| কিন্তু সবচেয়ে বড় কাজটা তুমি সেরে ফেলেছো| অন্তত আমি বিশ্বাস করি এই স্বাধীনতা দিবসে সবচেয়ে ভাল কাজ ওটাই| গুঞ্জন সাক্সেনা…কার্গিল গার্ল দেখে ফেলা| এবং তুমি নিশ্চয়ই মন দিয়ে সিনেমাটা দেখতে দেখতে গুঞ্জন সাক্সেনার […]

আপনার পছন্দের সংবাদ