নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : শিক্ষিকাকে ডেকে নিয়ে হেনস্থার অভিযোগ উঠলো স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের খরবা এগ্রিল হাইস্কুলে। জানা গিয়েছে, শুক্রবার স্কুলের সহকারী শিক্ষিকা বিউটি খাতুনকে ডেকে পাঠান স্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলি সহ পরিচালন সমিতির কয়েকজন সদস্য।
অনাথ ২ শিশুর সুরক্ষার স্বার্থে পথে প্রতিবেশীরা
ওই শিক্ষিকাকে একাই বৈঠকে ডাকা হয়। বৈঠক চলাকালীন তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষিকা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী সরিফুল ইসলাম।বহুদিন ধরে স্কুল কর্তৃপক্ষ তার স্ত্রীকে নানাভাবে হেনস্থা করে আসছেন বলে অভিযোগ করেছেন সরিফুল ইসলাম।
রিলিজের আগেই চর্চায় হৃতিক-দীপিকার ‘ফাইটার’
অন্যদিকে এবিষয়ে স্কুলের আরেক শিক্ষিকা রুমানা ইয়াসমিন জানিয়েছেন, ম্যাডামকে একাই বৈঠকে ডাকা হয়েছিল। অন্যকোন শিক্ষিকা ছিলনা সেখানে। বৈঠকের পরেই অসুস্থ অবস্থায় বেরিয়ে আসেন তিনি এঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই শিক্ষিকা।
জেলাজুড়ে বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা
অন্যদিকে ওই শিক্ষিকা পরীক্ষার খাতা দেখা অসম্পূর্ণ ছিল বলে ডাকা হয়েছিল। বৈঠক চলাকালীন কথা কাটাকাটি হলে তাকে কিছু বলা হয়নি বলে দাবী করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি আব্দুল জলিল।যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন।