পথ দূর্ঘটনায় মৃত চালক, আহত এক

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক ডাম্পারচালক। আহত আরো এক। শুক্রবার দূর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মিশন রোড এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।জানা গিয়েছে , মৃত ডাম্পার চালকের নাম মরতুজ আলী। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায়।

বছর শেষ হতে চললেও অমিল কম্পোজিট গ্রান্টের টাকা

এদিন লরিটি গাজল থেকে মালদার দিকে আসবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। লরির সাথে অপর দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি ধাক্কা লাগে।গুরুতর জখম হয় দুই লরিচালক।

বাংলাদেশ থেকে ভারতে এসে জেল হাজতে ঠাঁই ২ বৃদ্ধার

খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে গুরুতর আহত দুইচালককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয় ডাম্পার চালকের।দূর্ঘটনায় যানজটের সৃষ্টি হলে পুলিশ ও জাতীয় সড়কের জরুরি বিভাগের কর্মীদের পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Next Post

নিয়ম মেনে ধান ক্রয় না করলে ব্যবস্থা

Fri Dec 13 , 2024
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে ধলতা বেশি নেওয়ার দাবি ঘিরে কৃষকদের ক্ষোভ বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে গাজোল ব্লকের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে বের হলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। বছর শেষ হতে চললেও অমিল কম্পোজিট গ্রান্টের টাকা […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম