নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসের দিন যখন দেশজুড়ে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান কে শ্রদ্ধা জানানো হচ্ছে, ঠিক সেসময় এক নাবালককে চুরির অপবাদ দিয়ে খুঁটির সাথে বেঁধে চাবুক দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হলো সারা শরীর।
এই ঘটনায় শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে করনদিঘী ব্লকের সাবধান-দুর্লভপুর এলাকায়। আর এই অমানবিক ঘটনায় নাম জড়িয়েছে লাহুতাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা মহঃ ফজলুর। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ডিডিওর সত্যতা আর সি টি সংবাদ যাচাই করে নি। তবে ভিডিও তে দেখা যাচ্ছে এক নাবালক কে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে প্রায় উলঙ্গ করে চাবুক দিয়ে বেধড়ক মারছে মহঃফজলু ও তার এক সঙ্গী।
যন্ত্রনায় চীৎকার করতে থাকলেও মেলে নি রেহাই। এই অমানবিক ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। অবিলম্বে মহঃ ফজলু কে গ্রেপ্তারের দাবী জোড়ালো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন,” স্বাধীনতা দিবসের দিন এই ঘটনা দেখে শিউড়ে উঠেছি। নিন্দনীয় ঘটনা। আমাদের দল কখনই এধরনের হিংসার ঘটনা অনুমোদন করেনা। অবিলম্বে ঘটনা খতিয়ে দেখে মহঃ ফজলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।