ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার ইংরেজবাজার ব্লকের তিন পরিযায়ী শ্রমিক।উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগেই ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দা ওই তিনশ্রমিক মধ্যপ্রদেশে টাওয়ারের কাজে যায়।২৬শে ডিসেম্বর সকালবেলা টাওয়ার উল্টে তাদের মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর আসে।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী।
জানা গিয়েছে , মৃত তিন শ্রমিকের নাম আজমির মোমিন, সিন্টু শেখ ও শেখ মোবারক। এদের মধ্যে আজমির মোমিন ও সিন্টু শেখ অমৃতি অঞ্চলের বাসিন্দা ও শেখ মোবারক ফুলবাড়িয়া নঘরিয়া গ্রামের বাসিন্দা।খবর পেয়ে শোকের ছায়া এলাকায়।আগামী রবিবার ওই শ্রমিকদের মৃতদেহ বাড়িতে ফিরে আসবার সম্ভাবনা রয়েছে।
টোটো নিয়ে নয়া বিধিনিষেধ জারির প্রস্তুতি তুঙ্গে শহরে
অন্যদিকে এদিন মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকদের বাড়িতে দেখা করতে যান জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দীকী। এঘটনায় সরকারের তরফে প্রয়োজনীয় সাহায্য প্রদানের আবেদন জানিয়েছে মৃতদের পরিবারের সদস্যরা।