সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে ধলতা বেশি নেওয়ার দাবি ঘিরে কৃষকদের ক্ষোভ বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে গাজোল ব্লকের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে বের হলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন।
বছর শেষ হতে চললেও অমিল কম্পোজিট গ্রান্টের টাকা
শুক্রবার গাজোলের লক্ষ্মীপুর এবং বলরামপুর সহ বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রে গিয়ে সেখানে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি মিল মালিকদের সাথেও কথা হয় তাদের। এদিন ধান ক্রয় কেন্দ্র গুলি ঘুরে দেখার পর প্রশাসনিক কর্তারা বলেন, ধান ভেজা থাকলে সেগুলো শুকিয়ে আনতে হবে।
বছর শেষ হতে চললেও অমিল কম্পোজিট গ্রান্টের টাকা
কোনরকম ধলতা নেওয়া চলবে না। পাশাপাশি মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, সরকারি নিয়ম নীতি না মেনে ধান ক্রয় করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মিল মালিকদের সরকারি নিয়ম মেনে দান ক্রয় করার জন্য তারা আহ্বান জানান বিডিও।