বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাংসদ তহবিল থেকে কেনা অ্যাম্বুলেন্স দান করার পরেও তা চালু না করায় জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে সরব হল বিজেপি৷ তাদের দাবি, মুমূর্ষু রোগীদের স্বার্থে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ওই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন সুকান্ত মজুমদার৷
শিলিগুড়িতে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার ১০
এই অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টা পরিষেবা দেবে বলে কথা ছিল। অথচ দীর্ঘ দুই বছর ধরে সেটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে পড়ে রয়েছে। এমনকি যথাযথভাবে অ্যাম্বুলেন্সটির ব্যবহার হচ্ছে না।
বাড়ছে মাটির ভাঁড়ের চাহিদা, রোজগার বাড়ছে ভাঁড় নির্মাণকারীদের
অন্যদিকে, প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখনও ব্যবহার হচ্ছে। বিষয়টি নিয়ে বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার জেলা শাসকের কাছে চিঠিও লিখেছেন৷ তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অ্যাম্বুলেন্সটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন নিয়মিত জনসাধারণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি দিবারাত্রি পরিষেবা প্রদান করছে।