নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১৯ সেপ্টেম্বর : সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুঃস্থ সনাতনী পুরোহিতদের জন্য মাসিক হাজার টাকা ভাতা ও বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরী করে দেওয়ার কথা ঘোষনা করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় খুশী পুরোহিত সমাজ।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবারে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় দুই শতাধিক পুরোহিত শনিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আই এন টিটি ইউ সি অনুমোদিত তাদের নতুন সংগঠনের নাম উত্তর দিনাজপুর পুরোহিত কল্যান সমিতি। এই সমিতির সভাপতি হয়েছেন রতন চক্রবর্তী, কার্যকরী সভাপতি স্বপন চক্রবর্তী ও সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন মৃত্যুঞ্জয় চ্যাটার্জী। এদিন সমিতির সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর তথা জেলা আই এন টি টি ইউ সি (INTTUC) সভাপতি অরিন্দম সরকার।
এদিন বক্তব্য রাখতে গিয়ে অরিন্দম বাবু বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কখনই ধর্ম নিয়ে রাজনীতি করেন না। তিনি সকল ধর্মকেই সমান শ্রদ্ধা করেন। ভারতবর্ষের সনাতনী হিন্দু ধর্মের ঐতিহ্য অনেক প্রাচীন। গোটা বিশ্ব এই ধর্মের ঐতিহ্য কে শ্রদ্ধা করে। সেই ধর্মের পুরোহিতদের পাশে মানবিক দৃষ্টিকোন নিয়ে দাঁড়িয়েছেন আমাদের নেত্রী।। তিনি আরো বলেন,” বিজেপি ধর্মের ভিত্তিতে মেরুকরনের রাজনীতি করছে। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করছে। অথচ হিন্দু ধর্ম সহিষ্ণুতার শিক্ষা দেয়।
সবধর্মকে শ্রদ্ধা করে। অথচ বিজেপি সেই ধর্মকেই হাতিয়ার করে মানুষে মানুষে বিভাজন তৈরী করছে। ” অরিন্দমবাবু এদিন আরো বলেন,” এর আগে ও মুখ্যমন্ত্রী দুঃস্থ -ইমাম, মোয়াজ্জমদের ভাতার ব্যবস্থা করেছেন ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর ভিত্তি করে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।