নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ১৯ সেপ্টেম্বর : আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির এসসি এবং ওবিসি শাখার উত্তরবঙ্গের ৭ টি জেলার সভাপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি উজ্জল প্রামাণিক।
রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি দিলীপ চন্দ্র দাস, মালদা জেলার অমল মন্ডল, দক্ষিণ দিনাজপুরের সত্যেন্দ্রনাথ রায়, দার্জিলিং জেলার কাজল ঘোষ, কোচবিহার জেলার পরেশ বর্মন, আলিপুরদুয়ার জেলার পীযুষ রায়, জলপাইগুড়ি জেলার কৃষ্ণকান্ত বর্মন সহ অন্যান্যরা। এদিন বৈঠক শেষে উজ্জ্বল প্রামাণিক বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্যই আমাদের এই বৈঠক অনুষ্ঠিত হল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন সাধারন মানুষের স্বার্থে। প্রতিটি প্রকল্পের মাধ্যমেই কোনো না কোনো শ্রেণীর মানুষ উপকৃত হয়ে চলেছে। সেই জন্য সাধারণ মানুষ আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ফের ক্ষমতায় নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।
মমতা বন্দ্যোপাধ্যায় গত এক দশক ধরে যেভাবে রাজ্যবাসীকে নানাভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন তা সত্যিই অভাবনীয়। আমাদের রাজ্যে করোনা মোকাবিলায থেকে শুরু করে শিক্ষা-স্বাস্থ্য যে অভূতপূর্ব পরিষেবা দিয়েছে চলেছে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব। তাই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরো ভালো ফল করে ক্ষমতায় আসবে। কোনো সাম্প্রদায়িক দল এ রাজ্যে থাবা বসাতে পারবে না। এ রাজ্যের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। সর্ব ধর্ম নির্বিশেষে এখানে মানুষ অত্যন্ত সুখ শান্তিতে বসবাস করছে। তারা চান না কোনো অশান্তির বাতাবরণ তৈরি হোক বাংলার মাটিতে।