নিউজ ডেস্ক, ৩০ জুলাই : ভারতীয় ক্রিকেটের যে এখন এক দুর্যোগময় সময় চলছে, তা বলাই বাহুল্য। শ্রীলঙ্কা সফরে গিয়ে একের পর এক ভারতীয় ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রুণাল পাণ্ডিয়া।
পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর তার ক্লোজ কন্ট্যাক্ট হিসেবে আইসোলেশনে চলে গিয়েছিলেন আরও ৮ ক্রিকেটার। তাঁদের মধ্যেই এবার দুই স্পিনারের করোনা পজিটিভ রিপোর্ট এল। টিম ইন্ডিয়ার দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম করোনা আক্রান্ত হয়েছেন। এক কারণে শেষ দুই টি২০-তে অংশ নেননি এই দুজন। শ্রীলঙ্কান সরকারের কোভিডবিধি অনুযায়ী, কেউ করোনা আক্রান্ত হলে ন্যূনতম ১০ দিনের আইসোলেশনে থাকতেই হবে। তারপরে আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট এলে তবেই দেশ ছাড়ার অনুমতি পাওয়া যাবে। যার অর্থ, শুক্রবার বাকি দলের সঙ্গে দেশের ফেরা হবে না দুই তারকার। বরং আইসোলেশন পর্ব শেষ করে করোনা নেগেটিভ চিহ্নিত হওয়ার পরে ক্রুণালের সঙ্গেই কলম্বো থেকে দেশে ফেরার বিমান ধরবেন চাহালরা। যদিও ক্রুণাল, চাহাল ও গৌতম ছাড়াও আরও দুই ক্রিকেটারের শ্রীলঙ্কায় থেকে যাওয়ার কথা। পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডে উড়ে যাবেন, এমনটাই নির্ধারিত রয়েছে।