নিউজ ডেস্ক, ৩১ জুলাই : শনিবারের সকালটা ছিল ভারতবাসী তথা বাংলার স্বপ্নভঙ্গের দিন। টোকিও অলিম্পিকে তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন অতনু দাস। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া।
তাকাহারুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে গেলেন তিনি।শুক্রবার তিরন্দাজিতে দীপিকা কুমারীও হেরে গিয়ে ছিটকে যান অলিম্পিক থেকে। ফলে এবারের টোকিও অলিম্পিক থেকেও তিরন্দাজিতে কোনও পদক পেল না ভারত। এর আগেও কোনও অলিম্পিকেই তিরন্দাজিতে পদক পায়নি ভারত। এবার আশা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন দীপিকা কুমারী পদক জিতবেন কিংবা অতনু দাস পদক এনে দেবেন দেশকে। কিন্তু সব স্বপ্নই ভেঙে গেল ভারতের ক্রীড়াপ্রেমীদের।অতনু দাস দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার ওহ জিন-হেইককে হারিয়ে আশা বাড়িয়ে দিয়েছিলেন দেশবাসীর। কিন্তু শনিবার লক্ষ্যভ্রষ্ট হলেন তিনিও। সেই সঙ্গে তিরন্দাজি থেকে বিদায় নিল ভারতও।