নিউজ ডেস্ক, ২৯ জুলাই : চারবারের অলিম্পিক পদকজয়ী রিপাবলিক কোরিয়ার জিনহিয়েক ওহ–কে হারিয়ে ৬–৫ ব্যবধানে জিতে অলিম্পিক তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগের প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বাংলার অতনু দাস।
ইতিমধ্যে টোকিও অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেলেছেন কোরিয়ার তিরন্দাজ জিনহিয়েক। দলগত বিভাগে সোনা জিতেছেন তিনি। তার আগে লন্ডন অলিম্পিক্সেও তিনি সোনা জিতেছিলেন। বিশ্ব তিরন্দাজিতে অন্যতম সেরা তারকা হিসাবে ধরা হয় তাঁকে। এমন একজন তারকাকে হারিয়ে অতনু তাক লাগিয়ে দিলেন এদিন। ৫ সেট খেলা হওয়ার পরও ম্যাচ ছিল ৫-৫ সেট-পয়েন্টে। এর পর শুট-অফের প্রথম শটে অতনু পান ১০ পয়েন্ট। অর্থাৎ পারফেক্ট টেন। কিন্তু জিনহিয়েক ৯ পয়েন্ট স্কোর করেন। শুট-অফে জিনহিয়েককে স্তম্ভিত করে দেন অতনু।আর সেই সঙ্গে গড়লেন নজির। অলিম্পিকের মঞ্চে অলিম্পিকের সোনাজয়ীকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া, এতো ভারতীয় তীরন্দাজিতে সাম্প্রতীককালে নজিরবিহীন।এদিন খেলা চলাকালীন গ্যালারি থেকে অতনুকে উৎসাহ দিতে দেখা যায় স্ত্রী দীপিকা কুমারীকে। অতনুর পাশাপাশি তিনিও ভারতের পদক জয়ের আশা জিইয়ে রেখেছেন।বুধবার পরপর দুই ম্যাচ জিতে তিনি মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছে গিয়েছিলেন। মহিলাদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল ভুটানের কর্মা। তাঁকে ৬-০ হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো ফার্নান্ডেজ। প্রথম সেট হেরে গিয়েছিলেন দীপিকা। পরের সেটে অবশ্য তিনি ঘুরে দাঁড়ান। সেট জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন দীপিকা। তবে চতুর্থ সেট জিতে ৪-৪ করে দেন জেনিফার। তবে স্নায়ুর চাপ সামলে পঞ্চম সেট জিতে ৬-৪ ম্যাচ জিতে নেন দীপিকাই। তাঁর পরের পর্বের ম্যাচ শুক্রবার, ৩০ জুলাই।অন্যদিকে অতনু পরের ম্যাচে খেলবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে।
আরও খবর পড়ুন : ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৬৪০