নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : সিএবি পরিচালিত আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতার আসর বসেছে রায়গঞ্জে।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে এই অনুর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতা।
দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচার
এই প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় হুগলী জেলা দল ও কোচবিহার জেলা দল।প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে হুগলী জেলা দল ২৭১ রান সংগ্রহ করে।দলের ব্যাটসম্যান অঙ্কিত শর্মা ৯৯ বলে ৭৭ রান করে কৃষান শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।অনুভব কুন্ডু ৪৬ বলে ৫৬ রান এবং সৌরিষ্ট অ্যাশ ৩৭ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে যায়।কোচবিহার জেলা দলের কৃষ্ণ শর্মা ৯ ওভার বল করে ৩৯ রান দিয়ে ১ উইকেট এবং সাগ্নিক কর ৭ ওভার বল করে ৩৪ রান দিয়ে ১ উইকেট দখল করে।জবাবে ব্যাট করতে নেমে রিতম কুন্ডুর দূর্দান্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পরে কোচবিহার জেলা দলের ইনিংস।৩৬.২ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় কোচবিহার জেলা দলের ইনিংস।দলের পক্ষে সর্বোচ্চ রান করে কৃষ্ণ দাস।
আমি ভাগ্যবান যে আমি এখন আর সাংসদ নই
১১৬ মিনিট ক্রিজ কামড়ে পরে থেকে ৯১ বলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে কৃষ্ণ দাস।হুগলী জেলা দলের রিতম কুন্ডু ৮.২ ওভারে ১৯ রান দিয়ে কোচবিহারের ৫ উইকেট তুলে নেয়।অপর বোলার অঙ্কিত শর্মা ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়।রায়গঞ্জ স্টেডিয়ামের খেলায় ১৭১ রানে কোচবিহার জেলা দলকে হারিয়ে জয় পায় হুগলী জেলা দল।অন্যদিকে এদিন শিলিগুড়িতে অনুর্ধ্ব ১৫ ক্রিকেট প্রতিযোগিতায় দাপট দেখালো উত্তর দিনাজপুর জেলা দল।শিলিগুড়িতে এদিন মুখোমুখি হয় উত্তর দিনাজপুর জেলা দল ও নদীয়া জেলা দল।
বয়সের বেড়াজাল পেরিয়ে পঁয়তাল্লিশে এম এ পাশ বিথীকার
প্রথমে ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে নদীয়া জেলা দল।জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তরদিনাজপুর জেলা দল।এই খেলায় নদীয়াকে হারিয়ে জয় পায় উত্তর দিনাজপুর।খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় উত্তর দিনাজপুর জেলা দলের রনজয় পাল।