নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ০৬ ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া ১২ টি সোনার বিস্কুটের ওজন প্রায় এক কেজি চারশো গ্রাম। যার মূল্য ৭৫ লক্ষ টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
রাতের অন্ধকারে গাড়িতে করে সোনার বিস্কুট পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল এক মহিলা সহ দু’জন৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন বিশেষ সূত্রে পুলিশের কাছে খবর আসে, একটি গাড়িতে করে সোনার বিস্কুট পাচার হচ্ছে ওই এলাকা দিয়ে। সেইমতো গাড়িটিকে ধরতে গঙ্গারামপুরের চৌপথি মোড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর ওই গাড়িটি চৌপথি মোড়ে পুলিশের চেকিংয়ে আটকা পড়ে। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১২ টি সোনার বিস্কুট। যার ওজন এক কেজি চারশো গ্রাম। এঘটনায় গাড়িতে বসে থাকা এক মহিলা এবং চালককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই বলতে চাইনি পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ১২ টি সোনার বিস্কুটের দাম প্রায় ৭৫ লক্ষ টাকা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বা এই দু’জনের সঙ্গে আন্তঃরাজ্য সোনা পাচারকারীদের যোগাযোগ রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে৷