বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৪ জন শিশু

বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ

আরসিটিভি সংবাদ : শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ হল ৩৪ জন শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর পুরসভার বুনিয়াদপুর বড়াই উপজাতি কল্যাণ সমিতি আশ্রমের।

জানা গেছে বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরের একটি পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার নিয়ে আসা হয় ওই আশ্রমে। রাত্রি আটটা নাগাদ আশ্রমের সমস্ত শিশুদের খাবার দেওয়া হয়। খাবার মেনুতে ছিল ভাত,ডাল, সরিষা বাটা পাবদা আরও অনেক কিছু।

আরও পড়ুন – রায়গঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু !

সেই খাবার খেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ে ৩৪ জন আবাসিক। পেটব্যাথা, বমি সহ নানা উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷

আরও পড়ুন – বালুরঘাটে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আহত এক কিশোরী সহ তিন

প্রাথমিক চিকিৎসার পর ২ জন বাদে প্রায় সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই বিপত্তি বলে অনুমান চিকিৎসকদের। 

Next Post

জলপাইগুড়িতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস

Fri Feb 24 , 2023
আরসিটিভি সংবাদ –  ইঞ্জিন ও বগির মাঝে সংযোগকারী পিন খুলে যাওয়ার পরেও বড়সড় দুর্ঘটার হাত থেকে রক্ষা পেলো হাওড়া- ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। প্রায় পাঁচ ঘন্টা দাঁড় করিয়ে রেখে একটি বগিকে বাদ দিয়ে শেষে এবং এনজেপি থেকে একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা […]
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস

আপনার পছন্দের সংবাদ