গঙ্গারামপুর, ২২ জুলাই : হিলির পর এবার গঙ্গারামপুরে ব্যবসায়ীকে খুন। বুধবার গভীর রাতে এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যবসায়ীর নাম মানিক সাহা। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে৷ পরিবার সূত্রে খবর বুধবার রাতে পিকনিক করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। মৃত মানিক সাহার স্ত্রী রাত দশটা নাগাদ ফোন করলে তিনি আসছি বলে ফোন কেটে দেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেন নি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাথা থেঁতলানো অবস্থায় মানিক সাহার মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মানিক সাহাকে মাথা থেঁতলে খুন করা হয়েছে। রাতে বাইক নিয়ে বাড়িতে পথেই তাকে তাড়া করে কয়েকজন দুষ্কৃতী। তার পরেই তাকে মাটিতে ফেলে পাথর জাতীয় কিছু ভারী বস্তু দিয়ে মাথায় জোরালো আঘাত করে খুন করা হয়। কিছুদিন আগে হিলিতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়৷ তার রেশ না কাটতে না কাটতেই ফের খুনের ঘটনা। তবে কী কারণে খুনের ঘটল ঘটল তা স্পষ্ট জানা যায় নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।