নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৩ ডিসেম্বর : করোনা আবহে এবছর বাতিল হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালী মেলা। প্রতিবছর রাস পূর্ণিমার পরের শুক্রবার রাতে বোল্লা রক্ষাকালীর পুজো হয়। পুজো উপলক্ষে শুক্র, শনি, রবি তিন দিন মেলা বসে। যা উত্তরবঙ্গের বৃহত্তম। মেলার দিনগুলিতে প্রতিদিন লক্ষাধিক মানুষের ভিড় হয়। উত্তরবঙ্গ তো বটেই সঙ্গে দক্ষিণবঙ্গ ও বিহার থেকেও হাজার হাজার পুণ্যার্থী আসেন এই মেলায়।
এখানে পাঁচ হাজারের বেশি পাঁঠা বলি হয় ফি বছর। পুলিশ প্রশাসনের নাভিশ্বাস ওঠে ভিড় নিয়ন্ত্রণ করতে। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ড্রোন ক্যামেরা সবকিছুই ব্যবহার করতে হয় দর্শনার্থীদের নিরাপত্তায়। মেলার প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় একমাস আগে থেকেই। কিন্তু করোনা অতিমারিতে এবার সেসব ছবি উধাও। খাঁ খাঁ করছে পুজো প্রাঙ্গণ। মন খারাপের খবরে মেলার মাঠে গ্রাস করেছে। বাড়তি রোজগারের আশায় সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন এলাকার ব্যবসায়ীরা। ফলে তাদেরও মন ভারাক্রান্ত। জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোনরকম ভিড় করা যাবে না মেলা প্রাঙ্গণে। শুধু রীতি-রেওয়াজ মেনে মায়ের পুজো হবে। বোল্লা পুজো ও মেলা কমিটির উদ্যোক্তরা জানিয়েছেন প্রশাসনের নির্দেশ মেনে শুধুমাত্র পূজোটাই হবে। প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ থাকবে। পাঁঠা বলিও হবে না।