নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৮ ডিসেম্বর : ফের প্রশাসক বদল হল দক্ষিণ দিনাজপুরের দুটি পুরসভা। বর্তমানে বালুরঘাটের পুর প্রশাসক হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সাহা। অন্যদিকে চেয়ারম্যান পদে পুনরায় বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্রকে ফিরিয়ে আনা হয়েছে। বারবার প্রশাসক বদল নিয়ে সরব হয়েছে বিজেপি।
আবার প্রশাসক বদল হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং গঙ্গারামপুর পৌরসভার। প্রায় দু’বছর ধরে বালুরঘাট পৌরসভা এবং প্রায় এক বছর ধরে গঙ্গারামপুর পৌরসভার বোর্ড এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসক বসেছিল। দুটি পৌরসভাতেই সেই প্রশাসক পদে বদল করা হয়েছে। সরকারি নির্দেশ অনুসারে বালুরঘাট পৌরসভায় শংকর চক্রবর্তী এবং অর্পিতা ঘোষ সহ তিনজনের বোর্ড ভেঙে দিয়ে নতুন করে ১১ জনের প্রশাসক বোর্ডের নাম এসেছে। সেখানে বালুরঘাটের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সাহাকে প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে। অপরদিকে, গঙ্গারামপুর পৌরসভায় প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অমলেন্দু সরকার সহ বোর্ডের সদস্যদের সরিয়ে ৬ জনের প্রশাসক বোর্ড তৈরির নির্দেশ এসেছে। সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি অর্পিতা ঘোষের সময় বহিস্কৃত চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, প্রশান্ত মিত্র তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্রের ভাই। প্রশান্ত মিত্রকে ফিরিয়ে আনায় ইতিমধ্যেই গঙ্গারামপুরের তৃণমূলের অন্দরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বালুরঘাট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বর্তমানে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন হরিপদ সাহা জানান, শহরের উন্নয়নকেই আগে অগ্রাধিকার দেওয়া হবে। তবে জেলার দুটি পৌরসভায় প্রশাসক বদলের ঘটনায় ক্ষোভ দেখা গিয়েছে বিজেপিতে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, বালুরঘাট এবং গঙ্গারামপুর পৌরসভায় কারা প্রশাসক হলেন সেটি বড় কথা নয়, আসল বিষয় তৃণমূল পৌরসভায় ভোট করতে ভয় পাচ্ছে। তাই বারবার প্রসাশক বদল করা হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের রায় মেনে নির্বাচন করা উচিত।