插件文件创建失败。
করোনা আবহের জেরে বিগ বাজেটের পুজো গুলিতে কাটছাঁট

করোনা আবহের জেরে বিগ বাজেটের পুজো গুলিতে কাটছাঁট

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২০ সেপ্টেম্বর :  বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। অন্যান্যবার মহালয়া থেকেই দিন গোনা শুরু হয় দুর্গা পুজোর। তবে এবছরের চিত্রটা একটু অন্যরকম। করোনা আবহে সবটাই যেন ওলোট পালোট হয়ে গিয়েছে।

করোনা আবহের জেরে দুর্গা পুজো হবে কি না তা নিয়ে এতদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন পুজো উদ্যোক্তারা। তবে অবশেষে সব পুজো কমিটি ছোট করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে এবং পুজো মন্ডপে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহারে গুরুত্ব দিচ্ছে। উত্তরবঙ্গের অন্যতম সেরা দুর্গোৎসব পালিত হয়ে থাকে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরে ত্রিশটি বিগ বাজেটের পুজোর দশটি পুজো কমিটির দূর্গাপুজা কলকাতার পুজোর সাথেও পাল্লা দিয়ে থাকে। কিন্তু এবছর করোনার কারনে সবকিছু থমকে যাওয়ার সাথে সাথে ম্লান করে দিয়েছে রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলোকেও ৷ পুজোর তিনমাস আগে থেকে প্রতিবছর যেখানে মন্ডপ নির্মানের কাজ শুরু হয়ে সেখানে এবছর একটি বাঁশও পড়েনি মন্ডপ তৈরির মাঠে।

    আজ থেকে দুএকটি বিগ বাজেটের পুজো কমিটি ঘাস ছাঁটা ও বাঁশ ফেলার কাজ শুরু করেছে। তবে পুজোর বাজেট অর্দ্ধেকেরও অনেক কম। কেননা করোনা ও লকডাউনের কারনে সাধারণ মানুষের আর্থ সামাজিক পরিস্থিতির করুন দশা হয়েছে। সাধারণ মানুষ থেকে ব্যাবসায়ী কারও কাছে চাঁদা তুলে পুজো করা যাবেনা এবার। পুজো কমিটির সদস্যরাই নিজেরা টাকা দিয়ে কোনওরকমে পুজোটা সারবেন এবার। জাঁকজমক ও জৌলুস না করে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এবং রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই এবার ছোট করে দূর্গাপূজা করতে চলেছে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, অমর-সুব্রত স্পোর্টিং ক্লাবের মতো বিগ বাজেটের পুজো কমিটি। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি বিগ বাজেটের দূর্গাপূজা হয়ে থাকে।

    সুদর্শনপুর সার্বজনীন, অমর-সুব্রত স্পোর্টিং ক্লাব, শাস্ত্রী সংঘ, বিদ্রোহী ক্লাব, সমাজ সেবক সংঘ, বিপ্লবী ক্লাব বিশাল বাজেটের পূজো করে দর্শকদের মন জয় করে আসছে। কেউ অক্ষরধাম মন্দীর, কেউ মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে সুদৃশ্য মন্ডপ ও সুন্দর প্রতিমা তৈরি করে রাজ্যের সেরার শিরোপা পুজোর সন্মানও লাভ করেছে। কিন্তু এবার করোনা আবহে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। ভেঙে গিয়েছে সাধারন মানুষের আর্থিক পরিকাঠামো। চাঁদা দেওয়ার মতো সামর্থ্য নেই সাধারন মানুষের। নেই পুজোর উচ্ছাস আনন্দ। তাই এবার পুজো হলেও একেবারে ছোট করে পূজো করছেন রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা।

    ছোট ও কম বাজেটের মধ্যে যতটুকু আকর্ষনীয় করা যায় সেটাই করছেন পুজো কমিটির কর্মকর্তারা। তবে পুজো মন্ডপে প্রবেশ করতে গেলে অবশ্যই দর্শনার্থীদের পড়তে হবে মাস্ক এবং ব্যাবহার করতে হবে স্যানিটাইজার। সেই ব্যাবস্থাও মন্ডপে মন্ডপে রাখছেন পুজো কমিটিগুলি। মানা হবে সামাজিক দূরত্ব বিধি এবং রাজ্য সরকারের সমস্ত করোনা সংক্রমণ নির্দেশিকা। তবে কম বাজেটের এই পুজো গুলি কতটা সাধারণ মানুষের মনোরঞ্জন করতে পারবে সেটা অবশ্যই সময় বলবে।

    Next Post

    বেলতলার মাঠে ব্রহ্মদৈত্যির গপ্প..

    Sun Sep 20 , 2020
    Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email ভূতুড়ে গপ্প ডঃ শান্তনু চট্টোপাধ্যায় :  কেউ জেনে যায়, কেউ না-জেনে। যারা জেনেশুনে বেলতলায় যায় তারা মনে হয় অতি সাহসী বা পেটের টানে যায়। হারান মাঝি বলল ‘যেতে-তো হবেই কাকা ! না-গেলে চাষাবাদ করি কি-ভাবে! আমি জানালাম- […]

    আপনার পছন্দের সংবাদ

    RCTV Sangbad

    24/7 TV Channel

    RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

    error: Content is protected !!