রায়গঞ্জ থেকে দীর্ঘদিন আগে মুখ ফিরিয়েছে এইমস হাসপাতাল। কিন্তু এই এইমস হাসপাতালের দাবীতে আজও রায়গঞ্জ তথা জেলার মানুষ সরব। গত লোকসভা নির্বাচনে পর নতুন করে রায়গঞ্জে এইমসের দিশা দেখাচ্ছেন বিজেপি সাংসদ কার্তিক পাল।
অবশেষে জানুয়ারি মাসে কি পুর ভোট হবে রায়গঞ্জ শহরে?
তিনি বিভিন্ন জায়গায় এনিয়ে দরবার করছেন। শুধু কেন্দ্র নয় রাজ্যের কাছে কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়েছেন সাংসদ। সোমবার লোকসভায় এইমস ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন রায়গঞ্জের সাংসদ। তিনি রাজ্যের দ্বিতীয় এইমস হাসপাতাল রায়গঞ্জে গড়ার জন্য নতুন করে দাবী জানালেন।
বিস্তারিত দেখুন