আর সি টিভি সংবাদ , ১৩ মার্চ :মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।চলবে ২৭ শে মার্চ পর্যন্ত।এবছর রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ৫২ হাজার।যেখানে মেয়েদের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৭ হাজার।বিগত বছরের তুলনায় এবারে বেড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।গতবছর উচ্চমাধ্যযমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার।উচ্চমাধ্যমিক পর্ষদ সূত্রে খবর এবছর রাজ্যে ২৩৪৯ টি পরীক্ষাগ্রহন কেন্দ্র রয়েছে।পরীক্ষার দিনগুলিতে নির্বিঘ্নে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে।পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।রাজ্যে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র হিসাবে ২০৬ টি কেন্দ্রকে চিহ্নিত করে আাঁটোসাটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।আরও
আরও পড়ুন গ্রুপ সি চাকরি বাতিল তৃণমূল নেতার পরিবারের ৩ জন
উত্তর দিনাজপুর জেলাতেও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।এবছরই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রগুলিতে মোবাইল নিয়ন্ত্রনে থাকছে নয়া ডিভাইস সিস্টেম।যে সিস্টেম জানিয়ে দেবে পরীক্ষাকেন্দ্রের কোন ঘরে কতগুলি মেবাইল রয়েছে এবং সেই মেবাইলগুলির লোকেশন কি।নয়া এই সিস্টেম ও তার প্রয়োগ নিয়ে কি জানিয়েছেন জয়েন্ট কনভেনার
আরও পড়ুন উর্ধ্বমুখী আলুর ফলন, তবুও দুশ্চিন্তায় চাষীরা
এবছর উত্তর দিনাজপুর জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৮,২৭৪ জন।ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুন। জেলায় ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৯,৬৮৯ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮,৫৮৫।জেলায় মোট পরীক্ষাগ্রহন কেন্দ্র রয়েছে ৯৫ টি।
আরও পড়ুন পিঠ বাঁচাতে পুলিশের দ্বারস্থ তৃণমূল শিক্ষক নেতা
সবমিলিয়ে নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।প্রশ্নফাঁস রুখতে তৎপর পর্ষদ।পরীক্ষাককেন্দ্রগুলিতে তৎপরতা তুঙ্গে।পরীক্ষার দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রয়েছে প্রশাসন।চোপড়া, করনদীঘি,হেমতাবাদ সহ স্পর্শকাতর ব্লকগুলির পরীক্ষাককেন্দ্রগুলিতে থাকছে বাড়তি নজরদারি।