আর সি টিভি সংবাদ , ১২ মার্চ : সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এবারে সেই বাতিলের তালিকায় উঠে এলো মালদার হরিশচন্দ্রপুরের এক তৃণমূল নেতার দুই মেয়ে এবং জামাইয়ের নাম।
আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া ৮৪২জন প্রার্থীর নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাতেই নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা প্রকাশ দাসের দুই মেয়ে মাম্পি দাস,শম্পা দাস এবং জামাই বিপ্লব দাসের।মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় এবং বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাইস্কুলে অশিক্ষক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পিঠ বাঁচাতে পুলিশের দ্বারস্থ তৃণমূল শিক্ষক নেতা
গোটা ঘটনাতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে।মোটা টাকার বিনিময়ে তাদের চাকরি হয়েছিল এমন গুঞ্জনও শুরু হয়েছে এলাকায়। যদিও কনুয়া ভবানীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরী জানিয়েছেন, চাকরি বাতিলের বিষয়টি সংবাদমাধ্যম মারফতই জানা গিয়েছে। এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর থেকে এখনো পর্যন্ত কোন নির্দেশ আসেনি। অন্যদিকে এবিষয়ে জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, কেউ বেআইনি কাজ করলে, দল কোনভাবেই তাকে সমর্থন করবে না।