আর সি টিভি সংবাদ , ১৪মার্চ : প্রাথমিক বিদ্যালয়ের পানীয় জলের টিউবওয়েলে পরিস্রুত পানীয় জল বের না হওয়ায় বিপাকে পড়েছে খুদে পড়ুয়ারা৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের মালজুম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে৷ জানা গেছে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯৬ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছে ৪ জন। প্রতিদিনই তাদের জন্য মিড ডে মিল রান্নাও হয়। অথচ দীর্ঘদিন ধরে একটি মাত্র মার্ক টু টিউবওয়েল অকেজো হয়ে পড়ে থাকলেও তা আজও মেরামত হয়নি বলে অভিযোগ৷ ফলে মিড ডে মিল রান্নার জন্য প্রয়োজনীয় জল যেমন স্কুলের পাশের বাড়ি থেকে বয়ে আনতে হয় তেমনই ছাত্রছাত্রীদেরও পানীয় জল বাড়ি থেকে আনতে হয়৷ কেন এই বেহাল পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন৷ স্কুলের পড়ুয়ারা জানিয়েছে, ওই টিউবওয়েল দিয়ে জল পড়লেও তা পানের অযোগ্য। ওই জল খেলে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। সেজন্য বাইরে থেকেই জলের ব্যবস্থা করতে হয়৷
আরও পড়ুন –ডিম উৎপাদনে স্বাবলম্বী হতে চলেছে উত্তরবঙ্গ
অন্যদিকে মিড ডে মিল রান্না করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় রাঁধুনীদের৷ পাশের একটি বাড়ি থেকে আনতে হয় তাদের। তারপরেই শিশুদের জন্য খাওয়ার তৈরি হয়। পানীয় জলের সংকটের এই দৈনদশা নিয়ে এলাকার অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়ালেও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে এবিষয়ে অবগত করলেও হাল ফেরে নি। ফলে সমস্যা অব্যাহত।কবে এই স্কুলের টিউবওয়েল মেরামত করে প্রশাসন এখন সেটাই দেখার