আর সি টিভি সংবাদ , ১১ মার্চ :জলপাইগুড়িতে শুক্রবার বনধ ব্যর্থ করতে বিদ্যালয়ে তৃনমুল নেতার তান্ডবের ভিডিও ভাইরাল হতেই গা বাচাতে পুলিশের দারস্থ হলেন অভিযুক্ত তৃনমুলের শিক্ষক নেতা অঞ্জন দাস। পালটা শিক্ষক নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার৷ অন্যদিকে এই শাসক দলের শিক্ষক নেতা অঞ্জন দাস শিক্ষক নিয়োগের দূর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অঞ্জনের কুমন্তব্যের নিন্দায় সরব তার সংগঠনের শিক্ষকরাও৷
আরও পড়ুন-বনধ ঘিরে প্রতিক্রিয়া কর্মচারী সংগঠনগুলির
শুক্রবার যৌথমঞ্চের পক্ষথেকে বকেয়া ডিএ এর দাবিতে ২৪ঘন্টা বন্ধ ডাকা হয়েছিল। জলপাইগুড়ি সুনিতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে ঢোকার জন্য নির্ধারিত সময় বিদ্যালয় এসেছিলেন। কিন্তু বনধের সমর্থনে বিদ্যালয়ের গেট আটকে বন্ধকারিদের বিক্ষোভ চলতে থাকে সেসময়। সেকারণেই গেটের বাইরে সুতপা দেবী ও অন্যান্য শিক্ষিকারা দাঁড়িয়ে ছিলেন। সেসময় বিদ্যালয়ে আসেন তৃনমুলের শিক্ষক নেতা অঞ্জন দাস।তিনি বিদ্যালয়ে এসেই প্রধান শিক্ষিকাকে কুমন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তৃনমুলের শিক্ষক নেতা থানায় গিয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এর পরেই প্রধান শিক্ষক শিক্ষিকাদের অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাসটার্স অ্যান্ড হেড মিসটেস্ট সংগঠনের পক্ষথেকে একটি বৈঠক করা হয় এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুতপা দাস।
আরও পড়ুন-তবলায় জাতীয় সাফল্য শহরের খুদে শিল্পীর
যদিও, তৃনমুলের শিক্ষক নেতা অঞ্জন দাসের সাফাই, তিনি তৃনমুলের হয়ে বিদ্যালয়ের যাননি। এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষার জেলার জয়েন্ট কনভেনার তিনি। তাই বিদ্যালয়ে গিয়ে বনধের প্রতিবাদ করেন। সেসময় তাকে হেনস্থা করা হয়েছে বলে পালটা অভিযোগ করেন তিনি।