নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৫ সেপ্টেম্বর : রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তর উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচী তে ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের পাশাপাশি তিন বিশিষ্ট ক্রীড়াবিদ দিলীপ বোস্, শিশির গুহ ও তারাশংকর ভট্টাচার্য কেও সম্বর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক সুদেব সাহা, সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ রায়গঞ্জের ছাত্রী রুপা গুপ্তা এবং রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চকে। এদিন বিশিষ্ট জনেদের সম্বর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক মোহিত সেনগুপ্ত, পবিত্র চন্দ,শুভেন্দু মুখার্জী,সুশীল গোস্বামী সহ অন্যান্যরা। মোহিত বাবু বলেন,৫-ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রীয় শোক থাকায় অনুষ্ঠান করা যায় নি। সেজন্য আজকে করা হলো। বিশিষ্ট জনদের সম্মান জানাতে পেতে গর্বিত।