নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবসের অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পুড়ল প্যান্ডেলের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই। রবিবার দুপরে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি হাট সংলগ্ন এলাকায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের সংবর্ধনা অনুস্থানের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে দলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা, জেলা যুব সভাপতি গৌতম পাল , হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় , বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আনোয়ারা বেগম উপস্থিত থাকলেও অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন না ব্লক তৃণমূল সভাপতি প্রফুল্ল বর্মণ, তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দত্ত, অঞ্চল সভাপতি নূর কালাম।
জেলা পরিষদের সভাধিপতি ওই এলাকা থেকে নির্বাচিত হলেও তাকেও আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। পাশাপাশি গত রাতে অনুষ্ঠান মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ তোলে অনুষ্ঠান আয়োজক তৃণমূল নেতৃত্ব।
এই বিষয় নিয়ে হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠান আয়োজক কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ব্লক সভাপতি প্রফুল্ল বর্মন। তিনি বলেন তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠান করা হয়েছে ভালো। তবে এই অনুষ্ঠান কারা করল তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আমি দলের ব্লক সভাপতি আমাকেই আমন্ত্রন জানানো হয়নি,। জেলা পরিষদের সভাধিপতি ওই এলাকা থেকে নির্বাচিত হলেও তাকেও আমন্ত্রণ জানানো হয়নি।
সামনের বছর নির্বাচন, তার আগে যদি এমন চলতে থাকে তাহলে দলের ক্ষতি। তবে তৃণমূলের অনুষ্ঠানের প্যান্ডের পুরানোর বিষয়টি জানেননা বলে জানিয়েছে প্রফুল্ল বর্মন। অন্যদিকে এই বিষয় নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ” যে মান অভিমানের ঘটনা প্রকাশ্যে এসেছে তা দলের অন্দরের বিষয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া হবে। অনুষ্ঠানের প্যান্ডের কারা পুড়িয়েছে সেটিও দলের পক্ষ থেকে দেখা হচ্ছে।
আরও পড়ুন : মালদার মহদীপুরে বন্ধ আন্তর্জাতিক বানিজ্য