নিউজ ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : হাজার অশান্তি, বিতর্ক, টালবাহানার পর রায়গঞ্জের পানিশালায় প্রস্তাবিত এইমস আজও গড়ে না ওঠায় আক্ষেপ,ক্ষোভ, অভিমান এখনও তীব্র উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের বাসিন্দাদের। আর এরই মধ্যে বিহারবাসীর জন্য ফের সুখবর এল স্বাস্থ্য পরিষেবায়। যা এখনও অধরা মাধুরী রায়গঞ্জের কাছে। পাটনার পর দ্বারভাঙ্গাতেও এবার তৈরি হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (Aiims)।
নতুন এইমস তৈরির প্রস্তাব মঙ্গলবার পাশ হয়ে গিয়েছে মন্ত্রীসভায় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দ্বারভাঙ্গায় এইমস তৈরির অনুমোদন দেন ৷ প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার প্রকল্পের আওতায় দ্বারভাঙ্গায় এই নতুন এইমস তৈরি হবে ৷ আগামী ৪৮ মাস বা চার বছরের মধ্যেই নতুন এই এইমস তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷এরজন্য খরচ হবে মোট ১২৬৪ কোটি টাকা।