নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : করোনা আবহে আগামী পয়লা ডিসেম্বর থেকে প্রয়োগ হবে আনলক সেভেন পর্বের নতুন নীতি। এনিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলা এবং কনটেইনমেন্ট এলাকায় সেই নির্দেশিকা আরও জোরালোভাবে বলবৎ করার জন্য নির্দেশিকায় বলা হয়েছে।
নীতি নির্দেশিকা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার দায়িত্ব স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুর কর্তৃপক্ষর উপর ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন মতো কার্ফু বা বিভিন্ন প্রয়োজনীয় বিধি নিষেধ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রয়োগ করতে পারে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। তবে লকডাউন ঘোষণা করতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। এছাড়া কনেটেইনমেন্ট জোনগুলিতে শুধুমাত্র অত্যাবশ্যক কার্যকলাপ চলবে। তার বাইরে কোনও কাজকর্ম করতে হলে আবশ্যিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। এলাকায় বাইরের লোক যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই নীতি নির্দেশিকা বলবৎ থাকবে। রাজ্য ও আন্তরাজ্য পণ্য পরিবহণ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে অবশ্য কোনও নিষেধাজ্ঞা থাকছে না