ইসলামপুর, ২১ সেপ্টেম্বর : করোনা আবহে গত বছরের ন্যায় এবছরও অন্যরকম পুজোয় সামিল হবে আপামর বাঙালি। মহামারীর প্রকোপে বাহুল্য কমেছে ইসলামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম রয়্যাল স্পোর্টিং ক্লাবের পুজো এবং আদর্শ সংঘের পুজো। প্রশাসনের নির্দেশানুসারে পুজো অনুষ্ঠিত হবে এখানে।
উল্লেখ্য, পুজোর হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। গত বছরের ন্যায় এবছরও করোনা আবহেই দুর্গাপুজো। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও জোরকদমে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। ইসলামপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ইসলামপুর রয়্যাল স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর এই পুজো ৪৫ তম বর্ষে পদার্পণ করলো। এবছরও অন্যরকম থিমের বৈচিত্রের ডালি সাজিয়ে হাজির এই ক্লাবের পুজো উদ্যোক্তারা। তবে করোনার কোপে এবছরও বাজেটে কাটছাঁট করা হয়েছে। করোনা বিধি মেনেই চলছে পুজোর প্রস্তুতিপর্ব। পাশাপাশি জোরকদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। ক্লাবের সদস্যরা সকলে মিলে তদারকি করে পুজো প্রস্তুতির কাজ দেখাশোনা করছেন। পুজো উদ্যোক্তা আশিষ আচার্য্য জানিয়েছেন, নারকেলের ছোবা, নারকেলের দড়ি সহ বিভিন্ন পরিশেবান্ধব উপকরণ দিয়ে পুজোমণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পী এবছর প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। শুধু এখানেই থেমে থাকেননি পুজো উদ্যোক্তারা। করোনা আবহে অনুষ্ঠিত এবারের পুজো উপলক্ষে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে পুজো উদ্যোক্তাদের। প্রতিবছরের ন্যায় এবছরও পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রবিতরণের পাশাপাশি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। পাশাপাশি পুজোমণ্ডপে আসা দর্শনার্থীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। অপরদিকে ইসলামপুরের বিগবাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম আদর্শ সংঘের পুজো। এবছর এই পুজো ৫৮ তম বর্ষে পদাপর্ণ করলো। এবার তাদের পুজোর থিম বড় দুর্গা। প্রায় ৫০ ফিট উচ্চতার দুর্গাপ্রতিমা নির্মিত হবে এখানে। স্থানীয় শিল্পী এই নির্মাণের দায়িত্বে রয়েছে। এবছর পুজোর বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। থাকছে মানানসই আলোকসজ্জা। সরকারী বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হবে। পাশাপাশি পুজো উপলক্ষে নানা জনকল্যাণমুখি কর্মসুচী নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।