নিউজ ডেস্ক, ২৫ অক্টোবর : করোনা সংক্রমণের জেরে প্রায় দেড় বছর বাদে রাজ্যে খুলতে চলেছে স্কুল কলেজ। সোমবার শিলিগুড়ি তে প্রশাসনিক বৈঠকে আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এবিষয়ে প্রশাসনিক বৈঠকের মঞ্চেই রাজ্যের মুখ্যসচিব কে স্কুল খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।উল্লেখ্য করোনা সংক্রমণের কারনে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় রাজ্যের স্কুল কলেজ। তবে কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে সেবিষয়ে এখনো পরিষ্কার ভাবে কিছু জানানো হয় নি। যদিও সূত্রের খবর, প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চালু হবে। পরবর্তী তে পরিস্থিতি বুঝে ধাপে ধাপে অন্য ক্লাসগুলির পঠন পাঠন শুরু হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। অন্যদিকে পুজোর পর থেকেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা সংক্রমণ। এবিষয়ে উদ্বিগ্ন বিষেষজ্ঞরাও। স্কুল খোলা হলেও করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরাও।