নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০১ ডিসেম্বর : দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল এক বাইকারোহী।মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের চাঁচলগামী জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত বাইক আরোহীর নাম আব্দুল বারি। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশল গ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা মহম্মদ রাজা ও আতাউর রহমান বাইক নিয়ে ৮১ নং জাতীয় সড়ক ধরে শহরের দিকে আসছিল। সেসময় কুশল গ্রামের বাসিন্দা আব্দুল বারি হরিশ্চন্দ্রপুর দিক থেকে আসার পথে পেট্রোল নেওয়ার জন্য পাম্পে ঢুকতে গিয়ে তাদের দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় আব্দুল বারির পা ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়।কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে তেল পাম্পের কর্মী আসফাক আলি জানিয়েছেন, মহম্মদ রাজা এদিন বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। পাম্পে ঢোকার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল বারির বাইকে ধাক্কা মারে।এই কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।বাইক দুটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে পুলিশ।