নিজস্ব সংবাদদাতা , হরিরামপুর , ২২ নভেম্বর : রোগীদের পাতে টাটকা শাকসবজি দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর হরিরামপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নিজস্ব জমিতে এখন থেকে বিভিন্ন সবজি চাষ হবে৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাজার থেকে যে শাক সবজি কিনে আনা হয় তা মূলত বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে চাষ করা হয়। যা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর তাই রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখন থেকে কিচেন গার্ডেনের বিভিন্ন ধরনের সবজি চাষ হবে৷
রোগীদের পাতে রাসায়নিক মিশ্রিত সার বিহীন সতেজ সবজি তুলে দিতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে কিচেন গার্ডেন তৈরী করলেন স্বাস্থ্য কর্মীরা। এতদিন সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের পুষ্টিকর খাওয়ার খাওয়ানোর লক্ষ্যে কিচেন গার্ডেন করতে দেখা গিয়েছে জেলার স্কুল গুলিতে। ঠিক একই লক্ষ্যে জেলার মধ্যে প্রথম সরকারি হাসপাতালের জমিতে কিচেন গার্ডেন তৈরী করার পরিকল্পনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবারে শীতকালেই নানা ধরণের সবজি ফলবে হরিরামপুর হাসপাতালের কিচেন গার্ডেনে। তার জন্য পতিত জমির মাটি তৈরী করা থেকে বীজ লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। হরিরামপুর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ১ বিঘা জমিতে মরসুমের সবজি চাষ করবেন হাসপাতালের কর্মীরাই৷ সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে এমন পরিকল্পনা হাসপাতাল কর্তৃপক্ষের। প্রতিদিন হাসপাতালে গড়ে প্রায় ১০০ রোগী ভর্তি থাকেন হাসপাতালে। দু’বেলা সবজি দিয়ে ভাত দিতে হয় তাঁদের। সবজির দাম একদিকে আকাশ ছোঁয়া অন্যদিকে রাসায়নিক মিশ্রিত সার-কীটনাশক ছাড়া সবজি মেলে না৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জৈব সার দিয়ে সবজি চাষের প্রকল্প গ্রহণ করেছে। এবারে হাসপাতালের জমিতে পেঁপে,ঝিঙে,পালং শাক,ফুল কফি,বাঁধা কফি,সিম,লঙ্কা,ডাটা,পুঁইশাক গাছ লাগানো শুরু করেছে। হাসপাতালের গ্রূপ ডি কর্মী ও হাসপাতাল ক্যান্টিনের রান্নার মাসিরা এই কিচেন গার্ডেন রক্ষনাবেক্ষন করার দায়িত্বে রয়েছেন।