ব্রিটেনে ফের লক ডাউনের সিদ্ধান্ত,সতর্কতাই শেষকথা

ব্রিটেনে ফের লক ডাউনের সিদ্ধান্ত,সতর্কতাই শেষকথা

নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর :   নানারকমের বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেও করোনা মহামারির লাগাম ধরে রাখা সম্ভব হচ্ছে না। সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত রুগী ও মৃতের সংখ্যা। ফলে বুধবার থেকে বাধ্য হয়ে তিনস্তরের লকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।

যা কার্যকর হবে বুধবার থেকে। দূর্গাপূজার আগে ব্রিটিশদের এই সিদ্ধান্ত অন্য মাত্রা এনে দিয়েছে বাঙালি মনে। পুজোয় লাগামহীন মেলামেশা ও বিধি নিষেধ আরোপিত জীবনযাত্রাকে পাত্তা না দেওয়া করোনা অতিমারিকে কি পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সর্তকতাই যে শেষ কথা তা বলাই বাহুল্য।
ব্রিটেন সরকার জানাচ্ছে, দেশের কথা ভাবলে দ্বিতীয় দফার লকডাউন কোন সমাধান নয়। লকডাউনের ফলে শিশুদের লেখাপড়া ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তবুও কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধি-নিষেধ আনা হবে, যা বেশিরভাগ অঞ্চলে কার্যকর হতে পারে। এই বিধি-নিষেধের ফলে ৬ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা ও রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকবে। এছাড়াও এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া এবং ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশিরা অংশ নিতে পারবেন না।

Next Post

করোনায় আক্রান্ত হলেন পতুর্গীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Tue Oct 13 , 2020
নিউজ ডেস্ক, ১৩ অক্টোবর : এবারে করোনা আক্রান্ত পতুর্গীজ ফুটবলার তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার একথা জানালেন পতুর্গীজ ফুটবল ফেডারেশন। ৩৫ বছর বয়সী এই ফুটবলার তারকা সুইডেনের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে খেলায় অংশ নিতে পারবেন না সিআর সেভেন।যদিও পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে […]

আপনার পছন্দের সংবাদ