ইটাহার, ১০ জুলাই : একদিকে লকডাউন আর অন্যদিকে টোটোর দৌরাত্ম্য, দুইয়ের জাতাঁকলে পড়ে সমস্যায় রিক্সা চালকেরা৷ আর্থিক সংকটের জেরে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। এমনই চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায়।উল্লেখ্য, বছরের পর বছর ইটাহার ব্লকে যাতায়াত ও মাল পরিবহনের ক্ষেত্রে রিক্সা ও ভ্যানের ওপরই ভরসা ছিল সাধারণ মানুষের।
পূর্বে ব্লকে অনেক গুলো রিক্সা থাকলেও বর্তমানে কয়েকটি ভ্যান ও রিক্সা টিকে আছে। বেশীরভাগই সময়ের সাথে তাল মিলিয়ে পেশার তাগিদে টোটো চালানোয় মনোনিবেশ করেছেন। পরিশ্রম কম হওয়ার ফলে বিভিন্ন বয়সের সাধারণ মানুষ এখন ঝুঁকেছে টোটো চালানোর পেশায়। বর্তমানে ইটাহারে ৫ শতাধিক টোটোর আনাগোনা। ফলে বেশির ভাগ মাল বহন থেকে শুরু করে যাত্রী সমস্ত ক্ষেত্রে টোটো চালকরাই বাজি মারছেন। তবে ইটাহারে হাতে গোনা যে কয়েকটি রিক্সা রয়ে গিয়েছে লকডাউন ঘোষণার পর থেকে তারা চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। লকডাউন ও টোটোর দৌরাত্ম্যে এই রিক্সা চালকদের এখন নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। রেশনের সামান্য সামগ্রী দিয়েই কোনোরকম চলছে সংসার। রিক্সার প্যাডেলে পা পরলেই দিনের শেষে সব বাদ দিয়ে কোনোমতো খাবার জোটে, আর যাত্রী না পেলে পেটে গামছা বেঁধে কাটাতে হয় সারাদিন। ফলে সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে। এই অবস্থায় তারা কতদিন এই পেশা টিকিয়ে রাখতে পারবেন বর্তমানে সেই আশঙ্কাই তাড়া করছে ভ্যান ও রিক্সা চালকদের। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। এই বিষয়ে ইটাহার মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভ্যান ও রিক্সা চালকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন : অপরাধমূলক কাজ রুখতে প্রশাসনের উদ্যোগে বসানো হল সিসিটিভি ক্যামেরা