বিরল রোগে আক্রান্ত শিশু। ধীরে ধীরে রুপান্তরিত হচ্ছে পাথরে

বিরল রোগে আক্রান্ত শিশু। ধীরে ধীরে রুপান্তরিত হচ্ছে পাথরে

নিউজ ডেস্ক, ৪ জুলাই : বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশু ধীরে ধীরে পরিণত হচ্ছে পাথরে। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটল ব্রিটেনে৷ শিশুটির নাম লেক্সি রবিনস।গত ৩১ জানুয়ারি জন্ম হয় লেক্সির। আর পাঁচটা সাধারণ সদ্যোজাত-র মতই ছিল তার শরীরের গড়ন। স্বাস্থ্যও স্বাভাবিক ছিল।

কিন্তু তার পায়ের বুড়ো আঙুল নাড়াতে পারছিল না। পাশাপাশি তার পায়ের সামনের আঙুলটি স্বাভাবিকের তুলনায় বড়।এ ভাবে কয়েক দিন কাটার পরেও অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায়, চিকিৎসকের কাছে ছোটেন তাঁরা। প্রথমে কেউই রোগ ধরতে পারেননি। শুধু বলা হয়, তাঁদের মেয়ে হাঁটতে পারবে না। সুস্থ-সবল মেয়েকে দেখে তা বিশ্বাস করতে পারেননি অ্যালেক্স এবং ডেভ। তাই বিশেষজ্ঞকে দেখানোর সিদ্ধান্ত নেন।এরপর বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে লেক্সির ফাইব্রডিসপ্লাজিয়া ওসিফিক্যান্স প্রগ্রেসিভা (এফওপি) রোগ ধরা পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে মাংসপেশী এবং কানেক্টিভ টিস্যুর টেন্ডন এবং লিগামেন্টগুলো হাড়ে পরিণত হয়।চিকিৎসকরা জানান, ফাইব্রোডায়াসপ্লাসিয়া অসিফিকানস প্রোগ্রেসিভায় কঙ্কালের বাইরে আরও হাড় বাড়তে শুরু করে। যার ফলে আসতে আসতে আক্রান্তের চলন গমন ক্ষমতা হারিয়ে যায়। লিগামেন্ট, পেশি, সব জায়গায় হাড়ের বৃদ্ধির ফলে আক্রান্ত পাথরে পরিণত হয়ে যায়।এই রোগের কোনও চিকিৎসা নেই। ২০ বছর বয়সে আক্রান্ত শয্যাশায়ী হয়ে যায়। আর ৪০ বছর বয়সের মধ্যেই মৃত্যু। এই রোগের কারণে লেক্সি কোনওদিন ভ্যাকসিন নিতে পারবে না। কোনও দিন কোনও ইঞ্জেকশনও নিতে পারবে না। সে কোনওদিন মা হতে পারবে না, এমনকি তার দাঁতের চিকিৎসাও সম্ভব নয়। আপাতত গবেষণার মাধ্যমে কোনও মিরাকেল করার জন্য কাজ করছেন চিকিৎসকরা। ফান্ড তুলে চলছে সেই খরচ। লেক্সির বাবা-মা ফান্ড তোলার কাজ করছেন। পাশাপাশি তাঁরা এই বিষয়ে প্রচার করছেন, যাতে অন্য বাবা-মারও অবগত হন।
২০ লক্ষের মধ্যে মাত্র একজন আক্রান্ত হন এই বিরল রোগে।

আরও খবর পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির নিয়ে বিজেপির আচ্ছেদিনকে তুলোধনা 

Next Post

বৃদ্ধের জমি দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে

Sun Jul 4 , 2021
হরিশ্চন্দ্রপুর, ৪ জুলাই : এক বৃদ্ধের জমি অবৈধ ভাবে অন্য জনের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায়।জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনুয়া দাসের প্রায় ২৫কাঠা জমি ছিল ওই এলাকাতে। সেই জমিতে চাষ করেই সংসার চলত তাদের।কিন্তু এখন জমিতে গেলেই তাকে লাঠিসোটা নিয়ে […]

আপনার পছন্দের সংবাদ