নিউজ ডেস্ক, ১৫ অক্টোবর : ৮১ বছর বয়স তো কি হয়েছে, শক্তি রয়েছে ঠিক আগের মতোই। সম্প্রতি পোল্যান্ডে বাল্টিক সাগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা বিস্ফোরিত হয়েছে। জলের নিচে থাকা পাঁচ টন ওজনের এ বিস্ফোরক ডিভাইসটিকে নিষ্ক্রিয় করতে অভিযান চালানোর সময় এটি বিস্ফোরিত হয়। তবে এ বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য ১৯৪৫ সালে নাৎসী যুদ্ধ জাহাজে হামলা করতে “টল বয়” নামক বোমাটি ফেলেছিল রয়েল এয়ার ফোর্স। এটি “ভূমিকম্প বোমা” নামেও পরিচিত। ২০১৯ সালে পোল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর সুয়িনোজসির কাছে সাগরে ড্রেজিং করার সময় অবিস্ফোরিত অবস্থায় বোমাটি শনাক্ত হয়। এটি সাগরের ৩৯ ফুট গভীরে ছিল। ভারপ্রাপ্ত আধিকারিকেরা আগেই বুঝেছিলেন যে, এতদিনের পুরনো এই ভূমিকম্প বোমাটিকে এত সহজে নিষ্ক্রিয় করা অসম্ভব। আর পুরোপুরি নিষ্ক্রিয় হওয়ার আগেই বোমাটির ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাদের ধারনাই সত্যি প্রমাণ করে আধিকারিকদের উপস্থিতিতেই দীর্ঘ ৮১ বছর পর নিজের ক্ষমতা জাহির করলো “টল বয়” নামক শক্তিশালী বোমাটি। যদিও দুর্ঘটনা এড়াতে আশেপাশের প্রায় সাড়ে সাতশো মানুষকে আগেই নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।